সহজে শিখুন গ্রাফিক্স ডিজাইন- পর্ব ২

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি Elliptical Marquee Tool এর আরো একটি ব্যবহার দেখাবো। তো চলুন শুরু করা যাক:-

নিচের প্রথম ছবির গাছটি কেটে পরের ছবিটিতে এমন ভাবে বসাবো যাতে বোঝা না যায় যে ছবিটি অন্য কোথাও থেকে কেটে আনা হয়েছে।

10

প্রথমে ছবি দুইটি ওপেন করুন। এরপর Elliptical Marquee Tool টি সিলেক্ট করুন। তারপর  Feather Option এ 45px দিন। এবার গাছের নির্দিষ্ট অংশ সিলেক্ট করে কপি করতে Ctrl+C চাপুন। নিচের ছবিটিতে লক্ষ্য করুন-

7

এরপর যে ছবিটির উপর পেষ্ট করতে চান সেটি সিলেক্ট করে Ctrl+V চেপে পেস্ট করুন। এবার Move Tool সিলেক্ট করে ছবিটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিন। ব্যাস…আপনার কাজ শেষ।

8

এবার দেখুন ছবিটিকে বাস্তব মনে হচ্ছে। গাছটি কপি করে এনেছেন তা বোঝার উপায় নেই। আর এবাবে Feather বাড়িয়ে কমিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটি কপি করতে পারেন।

আজ এ পর্যন্ত…….. পরবর্তী টুট পেতে অপেক্ষা করুন। আর এরই মাঝে নিজে নিজে পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে কাজ করুতে থাকুন। মনে রাখবেন..আপনি যতকাজ করবেন আপনার গ্রাফিক্স স্কিল তত বৃদ্ধি পাবে।

 

ছবি দুইটি ডাউনলোড করতে

ছবি এক- ক্লিক করুন এখানে

 ছবি দুই- ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *