কিভাবে আমরা ইউটিউব ভিডিও আইডি পেতে পারি?

কখনো কি এমন সমস্যায় পড়েছি? ইউটিউব ভিডিও আমাদের ওয়েব সাইটে এড করতে পারছি না? কারণ ভিডিও এড করবার জন্য এমবেড কোড এর না ইউটিউব ভিডিও আইডি প্রয়োজন? আর সেটা খুজে পাচ্ছি না।

এরকম সমস্যায় পড়তেই পারি আমরা। কারন আমরা যারা ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েব সাইটি তৈরী করি তারা সচরাচর এমন সমস্যায় পরতে হয়। তাহলে চলুন আজ আমরা দেখে নেই কিভাবে আমরা ইউটিউবের ভিডিও এর ভিডিও আইডি পেতে পারি?

আমরা যে ভিডিওটির আইডি খুজে পেতে চাই সে ভিডিও টি ওপেন করবো এবং এড্রেস বারে ওয়েব ইউআরএল এর একেবারে শেষ প্রান্তে সমান চিহ্নের পরে যে অংশটুকু থাকে সে অংশটাই হচ্ছে সে ভিডিওটির আইডি।

এখনে এই আইডি টি কপি করে ওয়েব সাইটের যেখানে আইডিটি দরকার সেখানে পেষ্ট করে সার্চ এ ক্লিক করে আপডেট করে দেই। এবার মূল পেজে এসে রিফ্রেস করি। এখন আমরা আমাদের ভিডিও টি আমাদের সাইটে দেখা যাবে। কি অনেক সহজ না। চেষ্টা করে দেখুন একবার।

এখনো পেতে অসুবিধা হচ্ছে তাহলে নিচের ভিডিও টি দেখে নেই। আশা করবো সমস্যাটির সমাধান হয়ে যাবে। নাহলে কমেন্টস এ জানান আপনার অসুবিধা আমরা সমাধান দিয়ে দিবো ইনশা আল্লাহ্।

1 Comment

  1. Ami onek din theke ei bishoyta jante caichilam kintu pacchilam na. Tai Ai post ti amar khub upokar holo. Emon aro onek post cai. jate amra kichu shikhte pari. Thanks Admin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *