selfeducationit HTML

HTML কি?

আমরা যারা প্রোগ্রমিং শিখতে আগ্রহী তাদের সবাই কম বেশী HTML নামটি শুনে থাকবো। HTML একটি মার্ক আপ ল্যাংগুয়েজ। মূলত এই এই ল্যাংগুয়েজটি ওয়েব সাইটের তথ্য্ বর্ননা করবার জন্য ব্যবহৃত হয়।

এবার আমরা জানি HTML এর কাজঃ

  • এইচ টি এম এল Hyper Text Markup Language দাড় করবার জন্য ব্যবহুত হয়।
  • একটি Markup Language মূলতঃ কিছু মার্ক আপ ট্যাগস।
  • যে কোন এইচ টি এম এল ডকুমেন্ট HTML ট্যাগ দ্বারা বর্ননা করা হয়।
  • প্রতিটি এইচ টি এম এল ট্যাগ ডকুমেন্ট এর বিভিন্ন কনটেন্টের বর্ননা করে।

আসুন আমরা একটি HTML এর উদাহরন দেখি।

এইচটিএমএল গঠন প্রনালী

<!DOCTYPE html5>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>

দেখি উদাহরনে যে এইচ টি এম এল ট্যাগ গুলো ব্যবহার করা হয়েছে সে ট্যাগগুলো কাজ কি?

DOCTYPE আমাদের জানাচ্ছে যে এটি একটি এইচ টি এম এল টাইপ ডকুমেন্ট।

  • <html> </html> এই ট্যাগ দুটি বুঝাচ্ছে যে, এটি একটি এইচ টি এম এল ডকুমেন্ট।
  • <title> </title> এই ট্যাগটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, ডকুমেন্টের শিরোনাম লিখাবার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হচ্ছে।
  • <body> </body> এই ট্যাগটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, ডকুমেন্টের মাঝের বিষয়বস্তু লিখাবার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হচ্ছে।
  • <h1> </h1> এই ট্যাগটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, হেডিং টেক্স লিখাবার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হচ্ছে।
  • <p> </p> এই ট্যাগটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, ডকুমেন্টে প্যারা ব্যবহার করবার জন্য এই ট্যাগটি ব্যবহৃত হচ্ছে।

 এখানে আমরা খেয়াল রাখবো যে h ট্যাগটির মাঝে মোট ৬টি ট্যাগ আছে আমরা পর্যায় ক্রমে এসম্পর্কে বিস্তারিত জানবো।

 আশা করি আজকের আলোচনায় HTML সম্পর্কে একটি প্রাথমিক ধারনা পেয়েছি। পরবর্তী আলোচনায় আমরা Markup Language সম্পর্কে আরো অনেক কিছু জানবো। সবাইকে শুভকামনা জানিয়ে আগামী আলোচায় স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।

Check Also

How To Extra Make Money Working From Home

Don’t act so surprised, Your Highness. You weren’t on any mercy mission this time. Several …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *