অ্যাপলের তথ্য-প্রযুক্তিতে ৪৭ বছর পূর্ণ

Self education it apple logo
Self education it apple-ipad
Self education it apple-ipad

তথ্য-প্রযুক্তি’র এ যুগে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল  ইনকরপোরেটেড। সম্প্রতি ৪৭ বছরে পা দেওয়া অ্যাপলের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। ষ্টিভ জবস ও ষ্টিভ  ওয়াজনিয়াকের হাত ধরেই যাত্রা শুরু হয় অ্যাপলের। এই  দুই সহপ্রতিষ্ঠাতা ছাড়াও অ্যাপলের শুরুর সময়ে ছিলেন  আরেক সহপ্রতিষ্ঠাতা রন ওয়েন। যাত্রা শুরুর সময় একসঙ্গে থাকলেও মাত্র ১১ দিনের মাথায় এ উদ্যোগ ছেড়ে যান রন।

অ্যাপল সম্পর্কে বিস্তারিত তথ্য:

  • অ্যাপলের প্রথম পণ্য ‘অ্যাপল ওয়ান’ বাজারে আসে ১৯৭৬সালের জুলাই মাসে।
  • ১৯৮০ সালে অ্যাপল শেয়ারবাজারে অন্তভুক্ত হয়।
  • ১০৮৪ সালে ম্যাকিনটোস, অল-ইন-ওয়ান পিসি বাজারে চালু হয়।
  • ১৯৮৫ সালে অ্যাপলের পরিচালনা পষদ থেকে সহপ্রতিষ্ঠাতা ষ্টিভ জবসকে বের করে দেওয়া হয়।
  • ১৯৮৬ সালে অ্যাপল থেকে বের হয়ে ষ্টিভ জবস চালু করেন অ্যানিমেশন ষ্টুডিও ‘পিক্সার’।
  • ১৯৯৭ সালে পিক্সার অধিগ্রহণ করে অ্যাপল এবং ষ্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন প্রধান নিবাহী হিসেবে।
  • ২০০১ সালে বাজারে আসে আ্যপলের গান শোনার যন্ত্র ‘আই- পড’ ।
  • ২০০৩ সালে চালু হয় গানের দোকান আই টিউনস ।
  • ২০০৪ সালে সার্জারির মাধ্যমে টিউমার অপসারন করেন স্টিভ জবস ।
  • ২০০৭ সালে বাজারে আসে জনপ্রিয় স্মার্ট ফোন ‘আইফোন’ ।
  • ২০০৯ সালে স্টিভ লিভার প্রতিস্থাপনের জন্য ছয় মাষের ছুটিতে যান ।
  • ২০১০ সালে আ্যপল বাজারে নিয়ে আসে ট্যাবলেট ‘আইপ্যাড’ ।
  • ২০১১ সালের ২৪আগষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেন স্টিভ জবস । একই বছর বাজারে আসে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’ ।
  • নতুন সিইও হিসেবে যোগ দেন টিম কুক ।
  • ২০১১ সালের ৫অক্টোবর মারা যান স্টিভ জবস ।
  • ২০১২ সালে বাজারে আসে ’আ্যপল টিভি’ ।
  • ২০১৫ সালে বাজারে আসে ’আ্যপল ওয়াচ’ ।

তথ্য-প্রযুক্তি পন্য আ্যপল একটি কোয়ালিটি পন্য। শুধু কোয়ালিটি নয় সেবার মানের দিক দিয়েও এ্যাপল একটি জনপ্রিয় তথ্যপ্রযুক্তি ডিভাইস। এটি দৃষ্টিনন্দন এবং আকর্শনীয়। সমমানের ডিভাইসগুলোর মাঝে এ্যাপলই সেরা। বিশেষ করে এর অসাধারন মিউজিক এবং এর ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও এর জন্য। এক কথায় বলতে প্রযুক্তি প্রেমীদের জন্য উন্মাদনার অপর নাম আ্যপল।

তথ্যসুত্র: রয়র্টাস দ্য অ্যপল টাইমলাইন ও উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *