আপনার মোবাইল ফোনটি বৈধ্য কিনা জেনে নেই

মোবাইল প্রতিটি মানুষের একটি সখের একটি ডিভাইস। সখের মোবাইলটি নষ্ট হলে কতই না মন খারাপ হয়। কিন্তু জানি কি কখনো সরকার অবৈধ্য মোবাইল সেট গুলো বাতিল করা হলে আমরা আমাদের প্রিয় মোবাইল সেটটি নিজের কাছে রাখতে পারবো কি?

আসুন জেনে নেই, আপনার মোবাইল ফোনটি বৈধ্য কিনা?

বিটিআরসি এর আমাদের সুবিধার জন্য কিভাবে আমরা জানতে পারি আমাদের মোবাইল ফোনটি বৈধ্য কিনা? এর জন্য আমাদের যা করতে হবে? আমরা আমাদের মোবাইল ফোন এর ম্যাসেজ অপশনে যাবো এখান থেকে ম্যাসেজ টাইপ করবো KYD <space> ১৫ ডিজিটের IMEI নাম্বার লিখে ১৬০০২ তে এসএমএস করলে ফিরতি ম্যাসেজ এ জানতে পারবেন আপনার সেটটি বৈধ না অবৈধ্য।

অতএব এখনও সময় আছে নুতন ফোনটি কিনবার আগে জাচাই বাছাই করে বৈধ মোবাইল ফোনটি কিনি। নিজে নিরাপদ থাকি, সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকি।

আমরা যারা আগে কিনেছি আমাদের প্রিয় মোবাইল ফোনটি তাদের তো আর কিছু করবার নাই। কিন্তু যারা নুতন মোবাইল কিনবো তারা অবশ্যই নুতন ফোনটি কিনবার আগেই আপনার মোবাইল ফোনটি বৈধ্য কিনা জেনে নেয়া বিশেষ জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *